১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের ওপরে অত্যাচার হয়েছে : ইমরান খান

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২৩
০৭:১৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২৩
০৭:১৭ পূর্বাহ্ন



১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের ওপরে অত্যাচার হয়েছে : ইমরান খান


জামিনে মুক্তির পর পাকিস্তান সেনাবাহিনীর কঠোর সমালোচনা করে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার গ্রেপ্তারের জন্য সেনাবাহিনীকে দায়ী করে ইমরান বলেন, দেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে। ভাষণটি পিটিআইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়।

সেনাবাহিনীর সমালোচনা করতে গিয়ে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) স্বাধীনতার প্রসঙ্গও টেনে আনেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার ইমরান খান।

ভাষণে তিনি বলেন, ‘আমি আজ আবারও আপনাদেরকে পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমার জীবদ্দশায় পূর্ব পাকিস্তান দেখেছি। অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ১৯৭১ সালের মার্চে আমি ম্যাচ খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। আমাদের যে জাহাজটি ফিরে এসেছিল (পশ্চিম পাকিস্তানে) সেটি ছিল শেষ জাহাজ। আমার এখনো মনে আছে তাদের কী পরিমাণ ঘৃণা ছিল পাকিস্তানের প্রতি। এখানে তো আমাদের এসব জানাই ছিল না।

‘এখন যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখনও সেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হয়েছিল। পার্থক্য হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া আছে। এখন তো সোশ্যাল মিডিয়াও বন্ধ করে দিয়েছে। কারণ তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের গণমাধ্যমই শুধু রাখতে চায়, নিজেদের পছন্দের কথাটাই মানুষকে শোনাতে চায়। সেজন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে… পূর্ব পাকিস্তানেও এটাই হয়েছিল। আমাদের এখানে নিয়ন্ত্রিত মিডিয়া, আমরা তো কোনো খবরই জানতাম না আসলে কী হচ্ছে,’ বলেন তিনি।

ইমরান আরও বলেন, ‘আমি তো ইংল্যান্ডে গিয়েছিলাম পড়তে। সেখানে আমি জানতে পারি যে আসলে কী হচ্ছে। আজ আমাদের বোঝা উচিত যে, পূর্ব পাকিস্তানের লোকদের ওপরে যে এত বড় অত্যাচার হয়েছে। ওদের যে পার্টি নির্বাচনে জিতেছিল যাকে তারা প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিল, বানানো উচিত ছিল। তার বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নিয়ে নিল। দেশের বিভাজন উস্কে দিল। ৯০ হাজার সৈন্য আমাদের কয়েদী হয়ে গেল, আত্মসমর্পন করল। কী পরিমাণ ক্ষতি হলো আপনারা চিন্তাও করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘বন্ধ কামরায় এসব সিদ্ধান্ত হয়েছিল। কয়েকজন মিলে বসে পড়েন সিদ্ধান্ত নিতে, যারা জানেই না বাকি পৃথিবী কীভাবে চলে। বন্ধ কামরায় বসে সিদ্ধান্ত নিয়ে নেয়। এসব সিদ্ধান্তের কারণে ক্ষতি হলো কি না সেটাও তারা কাউকে জানতে দেয় না।’


এএফ/০২