পার্লামেন্টে যৌন নির্যাতনের শিকার অস্ট্রেলিয়ার আইনপ্রণেতা

সিলেট মিরর ডেস্ক


জুন ১৫, ২০২৩
০৪:১৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২৩
০৪:১৬ অপরাহ্ন



পার্লামেন্টে যৌন নির্যাতনের শিকার অস্ট্রেলিয়ার আইনপ্রণেতা


অস্ট্রেলিয়ার এক আইনপ্রণেতা দেশটির পার্লামেন্ট ভবনে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) তিনি অভিযোগ করে বলেন, ‘পার্লামেন্ট ভবনটি নারীদের কাজের জন্য নিরাপদ জায়গা নয়।’

লিডিয়া থর্প নামের ওই আইনপ্রণেতা বলেন, তিনি যৌন মন্তব্যের শিকার হয়েছেন এবং সিঁড়িতে কোণঠাসা করে তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছিল।

লিডিয়া বৃহস্পতিবার রক্ষণশীল দলের সিনেটর ডেভিড ভ্যানের বিরুদ্ধে তার অভিযোগ উত্থাপন করেন, যিনি কঠোরভাবে ওই অভিযোগ অস্বীকার করেছেন। ভ্যান বলেছেন, ওই অভিযোগগুলো ‘সম্পূর্ণ অসত্য’।

লিডিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্যানকে বৃহস্পতিবার বরখাস্ত করেছে তার রাজনৈতিক দল লিবারেল পার্টি।

লিডিয়া বলেন, ‘আমাকে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছে।’

তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘আমি অফিসের দরজা থেকে বের হতে ভয় পাচ্ছিলাম। বাইরে বেরোনোর আগে দরজাটা একটু খুলে দেখে নিতাম যে, ভ্যান সেখানে আছেন কি না।’

তিনি আরও বলেন, ‘হয়রানি এমন মাত্রায় পৌঁছেছিল যে, যখনই আমি এ ভবনের ভেতরে ঢুকতাম, তখন কাউকে আমার সঙ্গে রাখতাম।’

লিডিয়া অশ্রুসিক্ত নয়নে বলেন, ‘আমি জানি, আরও অনেক নারী আছেন যাদের একই রকম অভিজ্ঞতা হয়েছে। কিন্তু তারা তাদের ক্যারিয়ারের স্বার্থে মুখ খোলেননি।’

২০২১ সাল থেকেই অস্ট্রেলিয়ার রাজনীতি পার্লামেন্টের অভ্যন্তরে যৌন হয়রানির জন্য সমালোচিত হয়ে আসছে।

২০২১ সালে দেশটির সরকার সমর্থিত তদন্তে দেখা গেছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যৌন হয়রানি এবং উত্পীড়ন ব্যাপক ছিল, যা আইনপ্রণেতা ও কর্মীদের উভয়কেই প্রভাবিত করেছে।

সে সময় পার্লামেন্টে কর্মরত তিনজনের মধ্যে একজন নারী বলেছিলেন, তারা সেখানে কাজ করার সময় নানা ধরনের যৌন হয়রানির শিকার হয়েছেন।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারী সংসদ সদস্যদের ৬৩ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : এনডিটিভি


এএফ/০৬