চাঁপাইনবাবগ‌ঞ্জে নাট্যকর্মী‌দের উপর রাসায়নিক দ্রব্য ঘটনায় প্রতিবাদ সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


জুন ২৮, ২০২৩
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২৩
০৮:৫৮ অপরাহ্ন



চাঁপাইনবাবগ‌ঞ্জে নাট্যকর্মী‌দের উপর রাসায়নিক দ্রব্য ঘটনায় প্রতিবাদ সমাবেশ


চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী চলাকালে ১৮ শিল্পী অসুস্থ হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ  প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট। 

আজ বুধবার (২৮ জুন) বিকাল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সম্মিলিত সাংস্কৃতিক সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা আল আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত,  বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার নীলাঞ্জনা জুই, জাতীয় কবিতা পরিষদের অপূর্ব শর্মা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের যুগ্ম সম্পাদক অনিমেষ বিজয় চৌধুরী রাজু এবং সুকান্ত গুপ্ত, জোট সিলেটের কোষাধ্যক্ষ বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন,দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনি প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘সংস্কৃতিকর্মীদের ওপর এ ধরণের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। 

তাঁরা জানান, সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রখ্যাত নাট্যকার মমতাজউদ্দিন আহমদের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’–এর মঞ্চায়ন চলছিল। নাটক চলার সময়ই শরীরে চুলকানিসহ নানা ধরনের অস্বস্তি অনুভব করেন শিল্পীরা। তারপরও অভিনয় চালিয়ে গিয়ে নাটকের মঞ্চায়ন শেষ করেন তাঁরা। তবে নাটক শেষ হওয়ার পরই তাঁদের অস্বস্তি চরমে ওঠে এবং অন্তত ১৮ নাট্যশিল্পী অসুস্থ হয়ে পড়েন। 

তাঁরা আরও বলেন, তাঁদেরকে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসা দিলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। নাট্যকর্মীদের ব্যবহৃত পোশাক বা কস্টিউমে কোনো ধরনের রাসায়নিক বা বিষাক্ত পাউডার ঢেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এর আগে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানিয়ে তারা বলেন, এর আগেও শিল্পকলা একাডেমির মঞ্চে হামলা চালানো, অনুষ্ঠান চলার সময় শিল্পীদের ওপর হামলা করা, সংস্কৃতিকর্মীদের  ভয়ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। সোমবারের হামলা তারই ধারাবাহিকতা বলে মনে করে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট। 

নাট্যকর্মীদের ওপর রাসায়নিক প্রয়োগের ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের  সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে বাধা দিতে চায়।

সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবিদ ফায়সাল, সাংস্কৃতিক সংগঠক সুমন্ত গুপ্ত, বাউল বশির উদ্দিন সরকার, নাট্যকর্মী ধ্রুব জ্যোতি দে, সাংস্কৃতিক সংগঠক কামল আহমেদ দূর্জয়,জাফর সাদিক,মিফতাউল আলম,শ্রুতি সিলেটের অর্পিতা দাশ গুপ্ত, অনিক দেবনাথ, সপ্তক গুপ্ত প্রমুখ।


এএফ/০৬