শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুলাই ৩০, ২০২৩
০৬:০৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২৩
০৬:০৭ অপরাহ্ন



শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ


সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘জিটুপি’ পদ্ধতিতে কালীঘাট ইউনিয়নের ৫০৩ জন চা শ্রমিকে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে কালীঘাট চা বাগানে এসব অর্থ বিতরণ করা হয়।

আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। তিনি চা শ্রমিকদের হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন। 

কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন  শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী।

অনুষ্ঠান থেকে কালীঘাট ইউনিয়নের ৫০৩ জন উপকার ভোগী চা শ্রমিকের মধ্যে নগদ ৫০০০ টাকা করে মোট  ২৫ লাভ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।


জিকে-০১/এএফ-০৫