বিনোদন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩
১১:২৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২৩
১১:২৭ অপরাহ্ন
‘কারাগার’ ওয়েব সিরিজ় এবং ‘আরো এক পৃথিবী’ ছবির দৌলতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন ওপার বাংলাতেও পরিচিত মুখ। তাঁর বিয়ের খবরে অনুরাগী মহলে খুশির হাওয়া।
অভিনেত্রী তাসনিয়া ফারিণের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এর আগে নিজের ব্যক্তিগত সম্পর্ককে সব সময়েই প্রচারের আড়ালে রাখতে চেয়েছেন অভিনেত্রী। তবে সোমবার অনুরাগীদের সুখবর জানালেন ‘কারাগার’ ওয়েব সিরিজ় খ্যাত এই অভিনেত্রী। জানালেন, বিয়ে করেছেন তিনি।
সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তাসনিয়া। ফেসবুকের ওই পোস্টে তিনি লেখেন, ‘‘সাড়ে আট বছরের ভালবাসা অবশেষে ১১ অগস্ট পরিণতি পেল।’’ একই সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন অভিনয়ে আসার অনেক আগে কলেজ জীবনে এই মানুষটিরই প্রেমে পড়েন তিনি। এই দীর্ঘ সময় ধরে নিজের সম্পর্ককে গোপনীয়তার আড়ালে মুড়ে রাখার কারণ হিসেবে তাসনিয়া লিখেছেন, ‘‘সময়ের সঙ্গে আমাদের জীবন বদলালেও সমীকরণ পাল্টায়নি। তাই আমরা আমাদের সম্পর্ককেও প্রকাশ্যে আনিনি।’’
এএন/০৯