সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২৩
১০:৩৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৩
১০:৪০ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ছেলেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত মা সোহানা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
আজ বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ইন্দানগর পানপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আসলাম-সোহানা দম্পতির ছেলে আবির হাসান মোবাইলে গেম খেলছিল। নিষেধ করা শর্তেও গেম খেলায় ক্ষুব্ধ হন মা সোহানা বেগম। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেন মা। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু প্রতিবেশীদের চেষ্টা তিনি বেঁচে যান। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মাকে আটক করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, মোবাইলে আসক্তি হওয়ায় ছেলের প্রতি ক্ষুব্ধ ছিলেন মা। এ কারণে ছেলেকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অভিযুক্ত ওই নারী।
এ ঘটনায় স্বামী আসলাম বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
এএফ/০৯