যুক্তরাজ্যের ইতিহাসে চতুর্থ নারী হিসেবে নার্স লুসিকে আমৃত্যু কারাদণ্ড

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২১, ২০২৩
১০:২৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২৩
১০:২৩ অপরাহ্ন



যুক্তরাজ্যের ইতিহাসে চতুর্থ নারী হিসেবে নার্স লুসিকে আমৃত্যু কারাদণ্ড
শিশু হত্যাকারী নার্স হিসেবে অভিযুক্ত


যুক্তরাজ্যের শিশু হত্যাকারী নার্স লুসি লেটবিকে সাত শিশু হত্যা এবং আরও ছয় শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তার প্যারোলে মুক্তির কোনো সুযোগও রাখা হয়নি। সাধারণত অপরাধ যখন খুব বেশি গুরুতর হয়, তখন এরকম আমৃত্যু কারাদণ্ডের রায় দেন দেশটির বিচারকরা।

দেশটির ইতিহাসে আমৃত্যু কারাদণ্ড পাওয়া চতুর্থ নারী লেটবি।

বিচারক বলেছেন, এটি শিশু হত্যার নির্দয়, ঠাণ্ডা মাথার এবং কুৎসিত ক্যাম্পেইন ছিল। লেটবি আদালতে হাজির হননি বলে জানা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিশ্চিত করেছেন যে, তার সরকার এ সংক্রান্ত আইনটি পাল্টানোর পরিকল্পনা করেছে, যাতে সব অপরাধীকেই রায় শোনার জন্য আদালতে উপস্থিত হতে হয়।

সোমবার (২১ আগস্ট) সন্তান হারানো এক মা বলেন, তার ছেলের হত্যা যেন ভয়াবহ কোনো গল্পের মতো। অন্য বাবা-মায়েরা জানিয়েছেন, লেটবির হাত থেকে বেঁচে ফেরা সন্তানরাও এখন অক্ষম হয়ে গেছে। যুক্তরাজ্যে এর আগে যে তিন নারীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, তারা হলেন- মিরা হিন্ডলে, রোজমেরি ওয়েস্ট ও জোয়ানা ডেনেহি। সবাইকেই ধারাবাহিক হত্যাকাণ্ডের দায়ে ওই সাজা দেওয়া হয়েছিল। 


এএফ/১৩