সিলেটে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০২, ২০২৩
০৬:৫৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২৩
০৮:০৭ অপরাহ্ন



সিলেটে ভূমিকম্প অনুভূত


সিলেট ও রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২

আজ সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম। 

 আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২৩৫ কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার।

এর আগে সবশেষ গত ৯ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ৪ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসাম।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছিল, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তি।

তার আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট।


এএফ/০৬