সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২৩
১১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২৩
১১:৩৮ পূর্বাহ্ন
ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, ‘আমরা খবরটা শুনেছি। দুপুরের পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে ক মারা গেছেন, সেটা এখনই বলা যাচ্ছে না। হাসপাতালে আমাদের সংগঠনের অভিনেত্রী উর্মিলা কর যাচ্ছেন। তিনি যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।
তবে তিনি জানান, তাঁকে যে ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি পালিয়ে গেছেন। তাঁকে খোঁজা হচ্ছে।
এদিকে উর্মিলা কর জানান, তিনি অল্প সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছবেন। তিনি আরও জানান, ঘণ্টা খানেক আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উত্তরার একটি বাসায় একাই থাকতেন এই অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরে ছোট পর্দায় অভিনয় করতেন হিমু। বিটিভিসহ বিভিন্ন প্যাকেজ নাটকে দেখা যেত তাঁকে। তিনি অভিনয়শিল্পী সংঘেরও সদস্য ছিলেন।
এএফ/০৮