রানীগঞ্জ সেতুতে এক বছরে সাড়ে ২১ কোটি টাকার টোল আদায়

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৬, ২০২৩
১১:৫০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২৩
১১:৫০ অপরাহ্ন



রানীগঞ্জ সেতুতে এক বছরে সাড়ে ২১ কোটি টাকার টোল আদায়


সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুতে এক বছরে ২১ কোটি ৪৮ লাখ ৫ হাজার ৩২০ টাকার টোল আদায় করা হয়েছে। গড়ে দৈনিক প্রায় ৬০ হাজার টাকা করে টোল আদায় করা হয়।

উদ্বোধনের পর থেকে সোমবার ( ৬ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ৫ লাখ ৬৮ হাজার ৮০০টি গাড়ি থেকে এই টোল আদায় করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক।

তিনি বলেন, ‘এ সড়কে দুটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ থাকায় বড় বড় ট্রাক গাড়িগুলোর যাতায়াত কম। তা না হলে আরও বেশি টোল আদায় করা যেত।’

জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীর ওপর ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘রানীগঞ্জ সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এসই/০৫