সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২৩
০৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২৩
০৩:২০ পূর্বাহ্ন
প্রয়াত কিংবদন্তি নায়ক ও সিলেটের সন্তান সালমান শাহ'র মা নীলা চৌধুরী আহত হয়ে ব্রিটেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হাত ভেঙে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।
তিনি বলেন, ‘জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।’
নকীব জানান, আজ রবিবার তাঁর সার্জারি হওয়ার কথা রয়েছে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী। মাঝে মধ্যে দেশে ফিরলেও ওখানেই তিনি স্থায়ী। সেখানে তিনি ছাড়াও তাঁর আরেক ছেলে শাহরান সস্ত্রীক বসবাস করেন।
এএফ/১১