হিন্দি ছবির দুনিয়ায় অভিষিক্ত শাহরুখ কন্যা সুহানা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৮, ২০২৩
০৩:৫৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২৩
০৪:১৪ অপরাহ্ন



হিন্দি ছবির দুনিয়ায় অভিষিক্ত শাহরুখ কন্যা সুহানা


অবশেষে হিন্দি ছবির দুনিয়ায় অভিষেক হলো বলিউডের খান পরিবারের আদরের কন্যা সুহানা খানের। গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেল তাঁর অভিনীত ছবি ‘দ্য আর্চিজ’। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে তাঁকে দেখা গেছে ভেরোনিকার চরিত্রে। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে বলিউড তারকাদের ভিড় ছিল নজরে পড়ার মতো। সুহানার ছবির প্রদর্শনীতে হাজির ছিল শাহরুখ খানসহ গোটা পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানা তাঁর এই ছবি নিয়ে কিছু কথা বলেছেন।

জোয়া আখতার ও রীমা কাগতির ‘দ্য আর্চিজ’ ছবিতে এক ঝাঁক নতুন মুখ দেখা গেছে। এঁদের মধ্যে আছেন বেশ কিছু তারকাসন্তান। তাঁরা হলেন বচ্চন পরিবারের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবী-বনি কাপুরের কন্যা খুশি ও শাহরুখকন্যা সুহানা খান। 

সম্প্রতি ভোগ ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে সুহানা বলেছেন, ‘বাস্তবে আমি ভেরোনিকার থেকে একদম আলাদা।


 আমার বিশ্বাস, এই চরিত্রটা নিয়ে আলোচনা হবে।’ সিনেমায় ভেরোনিকা স্মার্ট ও আত্মবিশ্বাসী। পর্দার নিজের চরিত্র সম্পর্কে নবাগতা এই নায়িকা আরও বলেছেন, ‘আমি তার 

আত্মবিশ্বাসকে সত্যি সত্যি হিংসা করি। অনেক সময় আমার আত্মবিশ্বাস কমে যায়। একদিন আমি এটা কাটিয়ে উঠব।’ একই সাক্ষাৎকারে সুহানা কথা বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গবিদ্রূপ প্রসঙ্গেও। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি এটা ভালোভাবে সামলাতে পারি না। কিন্তু আমি শিগগিরই এ ব্যাপারে পটু হয়ে উঠব।’

‘দ্য আর্চিজ’ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মূলত জোয়ার (আখতার) কারণে এ ছবিটা করেছি। প্রথম ছবি হিসেবে এটা আমার জন্য অনেক বড় সুযোগ ছিল। এই সুযোগ কেউ প্রত্যাখ্যান করতে পারবে না। ভেরোনিকা এমন এক চরিত্র, যা প্রতিটি মেয়ে করতে চাইবে।’

এদিকে মুম্বাইয়ে আয়োজিত ইন্ডিয়া টুডে কনক্লেভে সুহানা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা খোলাসা করেছিলেন। এই অনুষ্ঠানে জানতে চাওয়া হয় সুহানার সবচেয়ে বড় সমালোচক কে? এর জবাবে এই তারকাকন্যা বলেছেন, ‘সমালোচক আমি কখনোই বলব না। আমার সবচেয়ে বড় প্রেরণা আর পথপ্রদর্শক হলেন আমার অভিভাবকেরা। আমার গোটা পরিবার আমাকে সমর্থন দেয়। আমরা একে অপরকে সাহায্যের জন্য সব সময় প্রস্তুত।’

‘দ্য আর্চিজ’ ছবির সেটে প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে সুহানা বলেছেন, ‘শুরুতে আমি ভেবেছিলাম আর পাঁচটা অন্য ছবির শুটিংয়ের চেয়ে নেটফ্লিক্স ফিল্মের শুটিং অনেকটা অন্য রকম হবে। পরে মনে হয়েছিল ভুল বুঝেছি। প্রথম দিন আমি খুব নার্ভাস ছিলাম।’



এএফ/০৬