সিলেটে ৭১’র গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১১, ২০২৩
০২:০৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২৩
০২:০৭ অপরাহ্ন



সিলেটে ৭১’র গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন


বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে চালানো নৃশংস গণহত্যার আর্ন্তজাতিকভাবে জেনোসাইডের স্বীকৃতির দাবি জানানোর মধ্য দিয়ে পালিত হয় আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী রাজাকার, আল বদর আর শামস বাহিনী বাংলাদেশে নৃশংস হত্যাকান্ড চালিয়েছিলো। মানবতা লুন্টিত হয়েছিল। বিশ্ব মানবতা তখন নিন্দা জানিয়েছিল। আজকের দিনে বাংলাদেশে সেই নৃশংস গণহত্যাকে আর্ন্তজাতিকভাবে জেনোসাইডের স্বীকৃতি দেওয়া সময়ের দাবি। 

রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কিশোর কুমার করের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. জাহিদ সারওয়ার সবুজের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ওয়াকার্স পার্টি সিলেট জেলার সভাপতি সিকন্দর আলী, জেলা সাম্যবাদীদলের সাধারন সম্পাদক ব্রজ গোপাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ওয়ার্কাস ফোরাম ফর হিউম্যান রাইটসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম রশিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সিলেট মহানগরের সহ সভাপতি মো. আব্দুল কাদির, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, সালাউদ্দিন বক্স সালাই, সাদিকুর রহমান সাদিক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা চৌধুরী কয়েছ, আইন সম্পাদক অ্যাডভোকেট দ্বিলীপ কুমার দেব, কোষাধ্যক্ষ মো. মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল কাদির পাওয়েল, শ্রম সম্পাদক মো. তজমুল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমদ, কৃষি ও সমবায় সম্পাদক বিপ্ন দাস বিশু বিক্রম, সামাজিক যোগাযোগ সম্পাদক বদরুল ইসলাম বদরু প্রমুখ। 

এএন/১১