সচিব পদে আসছে পদোন্নতি ও রদবদল

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৫, ২০২৪
১০:০৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২৪
০৪:৩১ অপরাহ্ন



সচিব পদে আসছে পদোন্নতি ও রদবদল

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে পুলিশে বড় পদোন্নতি দেওয়া হয়। তখন অতিরিক্ত আইজি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত বছর তিন ক্যাডারের বিভিন্ন পদে ১ হাজার ৬০৮ কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত সচিব বলেন, সাধারণত সরকার গঠনের এক ও দুই মাস পর সচিব পদে কিছু রদবদল হয়ে থাকে। এবার অনেক নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসেছেন। তাদের রানিংমেট হিসেবে যোগ্য সচিব দরকার। তিনি বলেন, গত মেয়াদে সরকার অনেকটাই আমলানির্ভর ছিল। মন্ত্রীদের সামনে রেখে গুটিকয়েক আমলাই মন্ত্রণালয়ের কলকাঠি নেড়েছেন। কিছু মন্ত্রী আমলাদের পরামর্শই গুরুত্ব দিয়ে শুনেছেন। আবার কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীদের চেয়ে সচিবদের ক্ষমতাই বেশি ছিল।

আসলে নীতিনির্ধারক হয়ে দাঁড়িয়েছিলেন সচিবরাই। এবার যেন এমনটা না হয়, সেই চিন্তা সরকারের ভেতরে আছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বে আসা রাজনৈতিক নেতৃত্ব এবার সরকারের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বেশি মনোযোগী ও দৃঢ়।

এ বিষয়ে সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান সমকালকে বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু রদবদল হতেই পারে। এটি নতুন কিছু নয়। তিনি বলেন, সচিব পদে কেউ পদোন্নতি পাওয়ার যোগ্য হলে তাদের তা দিতে হবে। তারা দেশের জন্য কাজ করেন, সুতরাং তাদের সময়মতো পদোন্নতি প্রয়োজন।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচকে বিবেচনায় নিয়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া চলছে। গত বছর ১১ নভেম্বর প্রশাসন ছাড়া অন্যান্য ক্যাডারের আরও ৬২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। তিন ধাপেই অনুমোদিত পদের চেয়ে বেশি পদোন্নতি দেওয়া হয়েছে।

সংসদ নির্বাচনের আগে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে এসএসবির কয়েক দফা সভা করা হলেও পদোন্নতির তালিকা চূড়ান্ত হয়নি। ওই সব বৈঠকে কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতির অভিযোগসহ সামগ্রিক বিষয় বিশ্লেষণ করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে আরও সভা করে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

সাড়ে তিন বছর ধরে যুগ্ম সচিব পদে চাকরি করার পর ১৮তম ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব করা হচ্ছে। এ ব্যাচে ১০০ কর্মকর্তা ১৯৯৯ সালে যোগদান করেন। এর মধ্যে কাজ করছেন ৯২ কর্মকর্তা। প্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ১৩৫টি। বর্তমানে কর্মরত ৪২০ জন, অর্থাৎ অনুমোদিত পদের তিন গুণের বেশি। এর সঙ্গে আরও ১০০ জন যুক্ত হলে প্রশাসনের মাথা ভারী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রশাসনে ভারসাম্য রক্ষার জন্যই বিভিন্ন স্তরে পদসংখ্যার বিন্যাস হয় পিরামিডের মতো। এ পিরামিডের আকৃতি নষ্ট হলে ভারসাম্যও নষ্ট হয়।

উপসচিব পদে পদোন্নতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান ২৪০ কর্মকর্তা। বিসিএস ২৯তম ব্যাচ পর্যন্ত কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। এবার বিসিএস নিয়মিত ৩০তম ব্যাচের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও প্রেষণ (এপিডি) উইং থেকে তথ্য চেয়ে সম্প্রতি জনপ্রশাসনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার সেন্টার (পিএসিসি) শাখাকে পত্র দেওয়া হয়েছে।

আরসি-০২