দক্ষিণ সুরমার সেই দুর্ঘটনায় আহতদের ২ জন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৯, ২০২৪
০৬:৪৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৯, ২০২৪
০৬:৪৯ অপরাহ্ন



দক্ষিণ সুরমার সেই দুর্ঘটনায় আহতদের ২ জন মারা গেছেন


সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে তিনটি যানের দ্বিমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয় নাজমা বেগম (৪৫) ও মনসুর আলী (৩০) মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। 

নিহতদের মধ্যে মনসুর আলী বিশ^নাথ উপজেলার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে এবং নাজমা বেগম একই উপজেলার ইলিমপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী।

মৃত্যুর বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। 


এ সংক্রান্ত পূর্বের খবর-

সিলেটের দক্ষিণ সুরমায় তিন গাড়ির সংঘর্ষ


প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট থেকে বিশ^নাথগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় রেঞ্জ রিজার্ভ পুলিশ (আরআরএফ) দফতরের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের সঙ্গে সংর্ঘষ হয়। এতে অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী আহত হন। তাদের মধ্যে নাজমা বেগম ও মনসুর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। 

নিহত নাজমা বেগমের স্বামী সোনা মিয়া জানান, তার স্ত্রী অসুস্থ ছিলেন। সিলেটে চিকিৎসক দেখিয়ে অটোরিকশাযোগে তিনি বিশ্বনাথ যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হন। হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।


এএফ/০৭