সিলেটের দক্ষিণ সুরমায় তিন গাড়ির সংঘর্ষ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৯, ২০২৪
০৩:১৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৯, ২০২৪
০৫:২২ অপরাহ্ন



সিলেটের দক্ষিণ সুরমায় তিন গাড়ির সংঘর্ষ


সিলেটের দক্ষিণ সুরমার লালবাজার এলাকায় ৩ যানের দ্বিমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের অদূরে সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার (রেজিস্ট্রেশনবিহীন) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও তার ৫ যাত্রী আহত হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) শাফী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে বলা যাবে।’


এএফ/০৩