জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ০৮, ২০২৪
১১:১৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২৪
১১:১৮ অপরাহ্ন
জৈন্তাপুর উপজেলার শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির আজ শুক্রবার (৮ মার্চ) থেকে শুরু হয়েছে অষ্ট প্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন ৷ প্রতি বৎসরের মতো সনাতন ধর্মালম্বীদের এবং জৈন্তাপুর উপজেলার অন্যতম শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় ধর্মীয় অনুষ্ঠান ‘অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন' হয়।
আজ সন্ধ্যা ছয়টায় সিলেটের জকিগঞ্জ উপজেলার হলদিরপাড় গ্রামের বিশ্বন্বর দাশ বাবাজী মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়৷
রামেশ্বর শিব মন্দিরের পুজা পরিচালনা কমিটির অন্যতম সদস্য রিন্টু চন্দ্র পাল ও বিজন দেব প্রতিবেদক কে জানান, শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির টি জৈন্তিয়া রাজ্যের অন্যতম এবং বিশেষ মর্যদাপূর্ণ মন্দির ৷ যুগ যুগ ধরে এই মন্দিরটিতে অষ্টপ্রহরব্যাপী লীলা সয়কীর্ত্তন মহোৎসব পালিত হয়ে আসছে ৷ তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে সংকীর্ত্তন শুরু হচ্ছে ৷ আগামী ১০ মার্চ রবিবার সকাল ১০ টায় পূর্ণা-দধিভান্ড ভঞ্জন মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে৷
অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবে প্রথমদিন শুক্রবার সন্ধ্যা ৭টায় পবিত্র গীতা পাঠ করবেন গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রীযুক্ত দেবব্রত ভট্টাচার্য্য৷ ঐদিন রাত্রি ৯টায় মহোৎসবের শুভ অধিবাস৷ ৯মার্চ শনিবার ব্রাক্ষমূহুর্ত হতে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা সংকীর্ত্তনের শুভারম্ভ হবে ৷ মহোৎসবে লীলা সুধামৃত পরিবেশনা করবেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল এর সিনিয়র শিক্ষক শ্রীযুক্ত বিকাশ পাল, শ্রী শ্রী ভৈরব সম্প্রদায় বানিয়াচং হবিগঞ্জের শ্রীযুক্ত কানাই চক্রবর্তী এবং বারহাল জকিগঞ্জ সিলেটের শ্রীযুক্ত অসিত বৈদ্য৷
তারা আরও জানান, প্রতি বৎসর এই উৎসবে বাংলাদেশ বিভিন্ন জেলা হতে ভক্তরা অনুষ্ঠানে যোগদান করে থাকেন ৷ আমরা সাধ্যমত পূজারীদের সেবা নিশ্চিত করে যাচ্ছি ৷ আইন শৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করেন ৷ তারা গৌর ভক্তবৃন্দের শুভ পদার্পন করে মহোৎসবে যোগদান করে রামেশ্বর মন্দির আঙ্গিণাকে ভক্তপদরজে পূর্ণতীর্থে পরিণত করে লীলা সংকীর্ত্তন শ্রবন করত: মহাপ্রসাদ আস্বাদন করার আহবান জানান ৷
আরকেএস-০১/এএফ-০৩