জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ০৮, ২০২৪
১১:৩০ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২৪
১১:৩০ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে পর্যটক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশু নিহত ও আহত ১০ আহত হন৷
আজ শুক্রবার (৮ মার্চ) বেলা একটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুরে এ ঘটনা ঘটে।
নিহত পরশ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামে রাসেল মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুরে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।
দূর্ঘটনার পর পর এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন ৷ দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল দল এবং ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজে যোগ দেয়।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘উমনপুরে সড়ক দূর্ঘটনায় ১জন পর্যটক শিশু নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে৷ দূর্ঘটনার বিষয় আইনগত কার্যক্রম পরিচালনা তামাবিল হাইওয়ে পুলিশ ৷’
আরকেএস-০১/এএফ-০৪