নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে জনজীবন ওষ্ঠাগত: বাম জোট

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১১, ২০২৪
১০:৪৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২৪
১০:৪৬ অপরাহ্ন



নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে জনজীবন ওষ্ঠাগত: বাম জোট


গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো,সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১মার্চ) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং সিপিবি নেতা মনীষা ওয়াহিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়,  সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান,বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ, সিপিবি জেলা সদস্য দেবব্রত পাল মিন্টু, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,‘দেশে এক গভীর রাজনৈতিক- অর্থনৈতিক সংকটে নিপতিত। জনজীবনের নিরাপত্তা অনিশ্চিত। নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধি, দুর্নীতি, লুটপাটে জনজীবন ওষ্ঠাগত। গণতন্ত্র কে নির্বাসনে পাঠিয়ে সরকার ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এসংকট আরও তীব্র হচ্ছে।’

বক্তারা গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, নিত্যপণ্যের দাম কমানো, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তার,জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান।



এএফ/০৫