সিলেট মিরর ডেস্ক
মার্চ ১২, ২০২৪
০৪:০৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২৪
০৩:০১ পূর্বাহ্ন
সিলেট নগরের সুবিদবাজার এলাকায় মো. আব্দুস শুকুর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সুবিধবাজার বনকলাপাড়া নূরানী আবাসিক এলাকার বিরাশি গলির একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় একটি লিন্টারের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুস শুকুর সিলেটের গোয়াইনঘাট উপজেলার দেরীখাই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি সিলেট নগরের বিমানবন্দর থানাধীন পশ্চিম পীরমহল্লার ঐক্যতান ৮৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন রংমিস্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি স্ত্রীর সঙ্গে আব্দুস শুকুরের ডিভোর্স হয়েছে। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সন্ধ্যায় বনকলাপাড়া নূরানী আবাসিক এলাকার বিরাশিগলির আব্দুল হকের মালিকানাধীন নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় একজনকে ঝুলতে দেখে পুলিশে খবর দিলে বিমানবন্দর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানা পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দেব বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এএফ/০৬