সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৬, ২০২৪
০৮:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২৪
১০:০৪ অপরাহ্ন
রমজান মাসের মধ্যরাতে সিলেট নগরের জিন্দাবাজারে হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নেভায়। এছাড়া পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শুক্রবার দিবাগত (১৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জিন্দাবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর বাজার থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করে জিন্দাবাজার পয়েন্টে আসে। একই সময়ে কয়েকটি মোটরসাইকেল নিয়ে পশ্চিম জিন্দাবাজারের দিক থেকে যুবলীগের কয়েকজন নেতাকর্মী জিন্দাবাজার পয়েন্টে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার উপক্রম হয়। এ সময় এক পথচারীর মোটরসাইকল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি জানতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন সিপনকে ফোন দিলে তিনি রিসিভি করেননি।
এএফ/০১