সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৪, ২০২৪
০৮:৩১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২৪
০৮:৩১ পূর্বাহ্ন
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৬ লাখ ১ হাজার ২৮০ টাকা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।
শনিবার (২৩ মার্চ) ভোরে সিলেট-তামাবিল বাইপাসের মুরাদপুর এলাকায় চিনির ২৭৮ বস্তা উদ্ধার করা হয়। এসময় দুজন চোরাকারবারীকে আটক হয়।
আটকরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কেশবপুর গ্রামের নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. নাজমুল হোসেন (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনির বস্তাসহ দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
এএফ/০১