সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৬, ২০২৪
১০:২৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২৪
০৯:৫৭ অপরাহ্ন
জাতীয় গণহত্যা দিবসে সিলেট জেলা পুলিশ লাইন্সের ‘স্মৃতি-৭১’ এ প্রথমবারের মতো এবার শহীদ পুলিশদের স্মরণে পুস্পস্তবক অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় গণহত্যা দিবসে শহিদ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতি-৭১’ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা, সিলেট মহানগর পুলিশ কমিশনারমো. জাকির হোসেন খান, পিপিএম-সেবা এবং সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা।
পরে মুক্তিযুদ্ধে অবদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেট রেঞ্জ সদরের পুলিশ ইউনিটের ইউনিট প্রধানগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেটের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধী সমাজের নেতৃবৃন্দ।
এএফ/০২