সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২৪
০৬:৫৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২৪
০৭:৩৩ পূর্বাহ্ন
সার্ভারে ত্রুটির জন্য চার ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভারতের আগরতলা ইমিগ্রেশনের এ সমস্যা দেখা দিলে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন উভয় দেশের যাত্রীরা।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেওয়ান মোরশেদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করে।
পরে দুপুর সোয়া ১২টায় সার্ভার ঠিক হলে যাত্রী পারাপার শুরু হয়। অবশ্য বিমানের টিকেটধারী যাত্রীদের যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, সকালে কিছু সময় যাত্রী পারাপার চালু ছিল। এরপর আগরতলা থেকে সার্ভার ত্রুটির কথা জানানো হয়।
বেলা সাড়ে ১০টার দিকে বিমানের টিকিটধারী যাত্রীদের পাঠাতে বলা হয়। বেলা সোয়া ১২টায় তাদের সার্ভার ঠিক হলে পুনরায় যাত্রী পারাপার শুরু হয়।
জিসি ৩