রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজির দিন শেষ: খন্দকার মুক্তাদির

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৭, ২০২৫
০৯:৪০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২৫
০৯:৪০ অপরাহ্ন



রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজির দিন শেষ: খন্দকার মুক্তাদির
দিনভর নগরে ধানের শীষের পক্ষে প্রচারণা


সিলেট-০১ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ। রাস্তায় মোটরসাইকেল মহড়া দিয়ে জনসাধারণকে ভোগান্তি দেওয়া যাবে না।’ কেউ এমন করলে সে যেই দলের হোক কঠোর হস্তে দমন করা হবে বলেও এসময় তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা নির্দ্বিধায় শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করবেন। এক্ষেত্রে সারাদেশের মধ্যে সিলেটে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে যা ইতিহাস হয়ে থাকবে।’

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট নগরের জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটি, মহিলা কলেজ রোড, মোতালেব ভিলা, শ্যামলী, নিউ শ্যামলী মার্কেটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। 

নির্বাচনী প্রচারের ধারাবহিকতায় সকালে ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত জিন্দাবাজারের এসব এলাকার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় আলহামরা শপিং সিটির ব্যবসায়ী সমিতি ও শ্যামলী এবং নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের সাথে পৃথক দুটি মতবিনিময়ে সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় ছিল ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটত। বিএনপি ব্যাবসায়ী বান্ধব সরকার। আবারও বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করা হবে।তিনি বলেন, ব্যবসায়ীরাই একটি নির্বাচনে সবচেয়ে বড় আওয়াজ তুলতে পারেন। তাদের আওয়াজই বড় শক্তি।’ তাই সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীকে ধানের শীষের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

জিন্দাবাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার ও পরিচালক মো. জহির হোসেন তুহিন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, আল হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল ইসলাম, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজির উদ্দিন, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুজ্জামান, ব্যবসায়ী আব্দুল কাদির জাবেদ প্রমুখ।

এছাড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, প্রবীন মুরব্বি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২  নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় শ্যামলী ও নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় মার্কেটের ব্যবসায়ীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বিকেল ৩টায় আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শামসুল আলম। সাধারন সম্পাদক আব্দুর রহমান রিপনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় মার্কেটের ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন।

এর আগে বুধবার রাত ৯ টায় মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ড এর নোয়াখুরমখলা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বি তাহির আলী।

জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসনাত ও ফখর আহমদের যৌথ পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ও  উপস্থিত ছিলেন ও সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, শাহ খুররম ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।-



এএফ/০১