মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৫, ২০২৪
০৫:১৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২৪
০৫:১৯ পূর্বাহ্ন



মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেছেন, ‘দরিদ্র ও অসহায়দের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজের ভারসাম্য রক্ষা হয়।’

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার বাঘা ইউনিয়নে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফউন্ডেশনের উদ্যোগে ৬৪ টি পরিবারকে এই ঢেউটিন দেওয়া হয়। 

ঢেউটিন বিতরণকালে তিনি বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। ঝড়, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, খরা এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে। বসবাস করতে হবে।’

মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, ‘সমাজের দরিদ্র ও অসহায়দের কল্যাণে কাজ করছে ফাউন্ডেশনটি। আগামীতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।