সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৬, ২০২৪
০১:০৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২৪
০৮:১৪ অপরাহ্ন
সিলেটে সন্ত্রাসী হামলায় আহত তাজুল ইসলাম নামে এক যুবক মারা গেছেন। তিনি সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের দখড়ি গ্রামের উস্তার আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ৩১ মার্চ স্থানীয় সাজিদ বাহিনীর হামলায় তাজুলসহ চারজন আহত হন। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, শিবের বাজার এলাকার আলতা বাহিনী ও সাজিদ বাহিনীর নানা অপকর্মের কারণে এক সময় বেশ আলোচিত ছিল। এই দুই বাহিনীর প্রধান আলতা ও সাজিদকে সঠিক পথে ফিরে আসার শর্তে স্থানীয় হাটখোলা ইউনিয়ন পরিষদের সদস্য বানিয়েছিলেন এলাকাবাসী। কিছু দিন সব ঠিক মতোই চলে। পদের মেয়াদ শেষ হওয়ার পর ফের এলাকায় গরু চুরি, ডাকাতি ও মাদক বিক্রি শুরু করে সাজিদ বাহিনী।
স্থানীয় লোকজন জানায়, আলতা বাহিনীর প্রধান আলতা মারা যাওয়ার পর আরও বেপেরায়া হয়ে ওঠে সাজিদ। তার একক রাজত্ব কায়েম করতে এলাকায় নানা অপকর্ম চালাচ্ছে তার লোকজন।
নিহতের চাচা আজবর আলী জানান, সাজিদ বাহিনী তাদের পরিবারের বেশ কিছু জমি দখল করে রেখেছে। সম্প্রতি আরও কিছু জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এর জের ধরে ৩১ মার্চ ইফতারের ঠিক আগ মূহূর্তে সাজিদ আলীসহ বেশ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে তাঁর ছেলে জামাল ও ভাতিজা তাজুল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায়। এতে তাজুল, জামালসহ চারজন আহত হন। সংকটাপন্ন অবস্থায় তাজুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।
এদিকে তাজুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকার লোকজন। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় নিহতের চাচা আজবর আলী বাদী হয়ে মামলা করেছেন।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, মারামারির ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।
এএফ/০৫