সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৯, ২০২৪
০২:৩১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২৪
০২:৩১ পূর্বাহ্ন
সিলেট নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে মিলেমিশে ঈদ পালনের আহবান জানান।
আজ সোমবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। সিলেটবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরাসহ জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ‘
ঈদ শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, ‘সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নাজুক। দেশে নানান প্রাকৃতুক দূর্যোগ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে সিলেটে সাম্প্রতিক সময়ে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সব শ্রেণীর মানুষ।’ প্রবাসীসহ সিলেটের বিত্তবানদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এএফ/০৭