‌দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে জৈন্তাপুরে ৩ পদে ১৭ প্রার্থীর মনোনয়ন জমা

‌জৈন্তাপুর প্রতি‌নি‌ধি


এপ্রিল ২১, ২০২৪
০৭:৫২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২৪
০৭:৫২ অপরাহ্ন



‌দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে জৈন্তাপুরে ৩ পদে ১৭ প্রার্থীর মনোনয়ন জমা


উপ‌জেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৮ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন সহ মোট ১৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

আজ রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনটি পদের বিপরিতে মোট ১৭ জন প্রার্থী নমিনেশন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু, জাতীয়পাটি নেতা এম ইসমাইল আলী (আশিক), প্রবাসী হোসেন আহমদ।

ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) বর্তমান ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মাওলানা কবির উদ্দিন, সাহাদ উদ্দিন (সাদ্দাম), নজরুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল হক, মাসুক উদ্দিন, শংকর দাশ।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জয়মতি রানী, মোছাম্মৎ পারভীন আক্তার ও সোনারা বেগম। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রিপন হোসেন উপজেলা নির্বাচনের তথ্য নিশ্চিত করেন। 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটানিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুরে মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৭ জন প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি আরও জানান সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২৩ এপ্রিল মঙ্গলবার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। তিনি আরও বলেন জৈন্তাপুর উপজেলায় উৎসব মূখর পরিবেশে শান্তিপুর্ণ ভাবে নির্বাচন সফল করতে উপজেলার সর্বস্থরের জনগণের সহযোগিতা কামনা করেন।


আর‌কেএস-০২/এএফ-০৭