সিলেটে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২৪
০২:৩৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২৪
০২:৩৪ অপরাহ্ন



সিলেটে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও

সিলেটে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও


সিলেটে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও। সারাদেশে চলমান তাপপ্রবাহ নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেনি আবহাওয়া অধিদফতর। উল্টো আবহাওয়া অফিস বলছে, দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আজ। 

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় দেয়া আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া, দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে। তবে কমতে পারে রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।

জিসি / ০৪