সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৪
১০:০৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২৪
১০:০৭ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলীম উদ্দিন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কের কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলীম উদ্দিন উত্তর রণীখাই ইউনিয়নের কামালবস্তি গ্রামের আলা উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে পেট্রোল ভরতে দয়ারবাজার থেকে ভোলাগঞ্জের দিকে যাচ্ছিলেন আলীম উদ্দিন। কলাবাড়ি মাদ্রাসার পার্শবর্তী ব্রিজের কাছে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আলীম উদ্দিন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
তিনি বলেন, ট্রাক্টর ও মোটরসাইকেল দু’টি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এএফ/০৬