কোম্পানীগঞ্জে একদিনের ব্যবধানে সড়কে ঝরল আরও ২ প্রাণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৫, ২০২৪
১১:০৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২৪
১২:৪৪ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে একদিনের ব্যবধানে সড়কে ঝরল আরও ২ প্রাণ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর বোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের গৌরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার লুবিয়া গ্রামের আব্দুল মোতাল্লির ছেলে হারুন রশীদ (৪৫) এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের রঞ্জিত সাহার ছেলে লুচন সাহা পার্থ (২৪)।

জানা গেছে, আজ রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জের গৌরিনগর এলাকায় সিলেটগামী পাথরবাহী ট্রাক (ঢাকা মেট্টো: ট-২৪-৩৭২২) ধাক্কা দেয় সিএনজিচালিত অটোরিকশাকে। এতে অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪৫), ছাতক থানার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার আরেক ছেলে নয়ন মিয়া (২৫)। আহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

সড়ক দুর্ঘটনায় ২ জনের নিহতের খবর নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে যায় থানা পুলিশ। ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। রাত পৌনে ১০টায় পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পেয়েছি।’


কেএ-০১/ এএফ-০৭