সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৪
০৭:১০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২৪
০৯:২৫ অপরাহ্ন
বিয়ের মেহেদির রঙ মুছে যাওয়ার আগেই জীবন প্রদীপ নিভে গেল মো. আহমেদ হোসেন (২৫) নামের এক যুবকের।
আহমেদ সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজারের মামরখানি গ্রামের বাসিন্দা।
বুধবার দিবাগত ভোর রাতে সিলেট নগরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সিলেট শহরের উপশহরের ই-ব্লকের ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, ছয়দিন আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন হোসেন। বিয়ের দুই-তিন দিন পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে জ্বর ও ডায়রিয়া নিয়ে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এএফ/০২