সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৪
০৮:৪৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২৪
০৬:৩৫ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় লেগুনার চাপায় কসিদ আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টায় শিববাড়ির জেনপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বৃদ্ধ লোকটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি লেগুনা দ্রুত গতিতে এসে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক লেগুনা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।’
নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এএফ/০৩