নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২৪
০৬:১২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২৪
১১:৩৮ অপরাহ্ন
অর্থনীতিবিদ, সাবেক অর্থমন্ত্রী, রাজনীতিবিদ, লেখক, গবেষক, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের এই দিনে ৮৮ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে আজ সিলেটে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে। এছাড়া সিলেট সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বেলা ১১টায় মুহিতের কবর জিয়ারত করা হবে।
২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের পরের বছর দলটির উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত হন আবুল মাল আবদুল মুহিত। নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন তিনি। ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আবারও অর্থমন্ত্রীর দায়িত্ব পান আবদুল মুহিত।
এএফ/০৪