ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মে ০২, ২০২৪
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : মে ০২, ২০২৪
১১:৫৫ অপরাহ্ন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের তিনটি পদে মোট ১৪ জন প্রার্থী তাদের চুড়ান্ত মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১৪ জন প্রার্থী চুড়ান্তভাবে মনোয়ন পত্র জমা দিয়েছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মাহবুবুল আলম জানিয়েছেন মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে যারা মনোয়ন পত্র জমা দিয়েছে তারা হলেন বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, এডভোকেট সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, এটিএন বাংলার সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন, ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম শাব্বির।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মোছলে উদ্দীন মন্জু, সায়েমুল আরেফিন ফুয়াদ, শহিদুর রহমান রুমান, জাহাঙ্গীর আলম, দুর্জয় দাস রতন।
নারী ভাইস চেয়ারম্যান পদে ডালিয়া বেগম, বর্তমান ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম ও ইয়াসমীন জাহান তান্নী।
আসন্ন নির্বাচন ঘিরে নানা সমীকরণ চলছে উপজেলা জুড়ে। এবার চেয়ারম্যান পদে ত্রিমুখী ভোট লড়াইয়ের গুঞ্জন শুনা যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর ভোটের মাঠের অবস্থা আচ করতে পারেন ভোটাররা। আগামী ২৯শে মে উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬ টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৫ শত ৫১ জন।
এসএসি-০১/এএফ-১০