সিলেট মিরর ডেস্ক
মে ০৩, ২০২৪
১২:৩০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২৪
০১:৪৭ পূর্বাহ্ন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্যতম কেন্দ্রীয় নেতা, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট দেবতোষ চৌধুরীর স্মরণে শোকসভা আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ মে) বেলা তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য জয়ন্ত সেন দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব।
উক্ত শোকসভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
উল্লেখ্য, অ্যাডভোকেট দেবতোষ চৌধুরী বিগত ২০ এপ্রিল শনিবার রাত পৌনে ৩টায় কানাডার টরেন্টোতে মৃত্যুবরণ করেন।
এএফ/১২