সিলেট মিরর ডেস্ক
মে ০৪, ২০২৪
০৫:১৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০৪, ২০২৪
০৫:১৪ পূর্বাহ্ন
সিলেটে জন্মদিনের কেক কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সিলেট নগরের ছাড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর মো. আলী (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে নগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকত।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরের ছাড়ারপাড় এবং কামালগড় এলাকার দুই পক্ষের কিশোরদের মধ্যে দ্বন্দ্ব ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে মো. আলী তার এক বন্ধুর জন্মদিনের আয়োজনে যায়। কামালগড় এলাকার কয়েকজন কিশোরও ওই অনুষ্ঠানে যায়। একপর্যায়ে জন্মদিনের কেক কাটা নিয়ে ছাড়ারপাড় এবং কামালগড় এলাকার কিশোরদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে মো. আলীকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন মো. আলীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলীর দুলাভাই তাজুল মিয়া বলেন, জন্মদিনের কথা বলে ডেকে নিয়ে তাঁর শ্যালককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, এক কিশোর খুন হয়েছে। ঘটনার বিস্তারিত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি তদন্ত করছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএফ/০২