সিলেট মিরর ডেস্ক
মে ০৪, ২০২৪
০৭:১৭ অপরাহ্ন
আপডেট : মে ০৪, ২০২৪
০৭:১৭ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে বালু বহনকারী ট্রাকের ধাক্কায় শিবলু আহমেদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) রাত সাড়ে আটটার দিকে পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিবলু উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে পৌর এলাকার খাসা পন্ডিতপাড়ায় বসবাস করতেন।
বিয়ানীবাজার থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘খাসা প্রাইমারি স্কুলের সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করেছে এবং ঘাতক ট্রাককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।’
এএফ/০৭