কানাইঘাট প্রতিনিধি
মে ০৬, ২০২৪
০৫:৪৩ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২৪
০৩:৫৪ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৬ মে) সকালে উপজেলার ৩ নম্বর দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তি উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র পুত্র ওমান প্রবাসী মোহাম্মদ মাহতাব উদ্দিন উরফে মাতাই।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে নিহত মাহতাব উদ্দিন সুরমা নদী তীরবর্তী মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বজ্রপাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।