সিলেট মিরর ডেস্ক
মে ০৮, ২০২৪
১১:৫৪ অপরাহ্ন
আপডেট : মে ০৮, ২০২৪
১১:৫৬ অপরাহ্ন
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে উপজেলার পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলামের (টেলিফোন) মধ্যে কঠিন লড়াই চলছে।
আজ বুধবার (৮ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখার সময় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে এমন চিত্রই দেখা যাচ্ছে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন ৫ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মইনুল ইসলাম (আনারস), যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া) ও আঞ্চালিক নাটকের অভিনেতা মো. সাহেদ মোশারফ (কাপ পিরিচ)।
এএফ/০৮