সিলেট মিরর ডেস্ক
মে ১০, ২০২৪
০৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২৪
০৪:৩৪ পূর্বাহ্ন
জরুরি মেরামত ও উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার (১০ মে) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (৯ মে) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এলাকাগুলো হচ্ছে- শাহজালাল উপশহরের ব্লক-এ, বি, সি, ডি ও জে, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া, কুমারপাড়া, ঝেরঝেরিপাড়া, যতরপুর, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, সেনপাড়া, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া, ওসমানী শিশু পার্ক, বন্দরবাজার রোড, ধোপাদিঘীরপাড়, হাফিজ কমপ্লেক্স, ওসমানী জাদুঘর, ডুবড়ি হাওর, সবজিবাজার এলাকা।
এএফ/০১