প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে গোলাপগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান এলিমের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২৪
০৮:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২৪
০৮:০৮ পূর্বাহ্ন



প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে গোলাপগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান এলিমের সৌজন্য সাক্ষাৎ


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের পুনঃনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বৃহস্পতিবার রাতে নগরের টিলাগড়ের শাপলাবাগস্থ প্রতিমন্ত্রীর বাসবভনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান েএলিম।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম তুহিন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবু সাঈদ চৌধুরী সাদী প্রমুখ।

প্রতিমন্ত্রী চেয়ারম্যান  মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমকে অভিনন্দন জানিয়ে তার আগামী দিনের সাফল্য কামনা করেন।

নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম গোলাপগঞ্জ উপজেলার উন্নয়নে সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি তথা প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সহযোগিতা কামনা করেন এ সময় তিনি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এএফ/০৩