জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনার কিশোর নিহত

জৈন্তাপুর প্রতিনিধি


মে ১১, ২০২৪
০৫:২৬ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২৪
০৫:২৬ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনার কিশোর নিহত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দূর্ঘটনার মো. ইয়াছির আরাফাত (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ মে) রাত ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা মো. আব্দুস শুকুর এর ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত ১১ টায় দরবন্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের সামনে তার মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ইয়াছির গুরুত আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটা ৪৫ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাত ভাই উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মাসুম।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, দূর্ঘটনায় আহত আরাফাত মারা যাওয়ার খবর পেয়েছি। দূর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে।


আরকেএস-০১/এএফ-০৪