জৈন্তাপুর প্রতিনিধি
মে ১১, ২০২৪
০৬:০২ অপরাহ্ন
আপডেট : মে ১২, ২০২৪
০৬:০১ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন ২ জনকে।
আজ শনিবার (১১ মে) সকাল ৯টার দিকে উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও বাসযাত্রী সূত্রে জানা যায়, সকাল নয়টায় জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৩৭৯)। বাসটি পাখিটিকি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসের ৪০ থেকে ৪৫ জন যাত্রী সবাই কমবেশি আহত হন। ঘটনার পর পর স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে ন্থানীয় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তাদের মধ্যে গুরুত্বর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তারা হলেন- নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আালীর ছেলে মো. আব্দুল মুতালিব (৬০) একই গ্রাসের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যান।
যাত্রীদের অভিযোগ, বাস ছাড়ার পর থেকেই বাসের চালক বার বার অন্যের সঙ্গে কথা বলছিলেন। সামনের দিকে দৃষ্টি না রেখে বাম পাশে ঘন ঘন দৃষ্টি রেখে গাড়ীটি পরিচালনা করছিলেন। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যাত্রী নিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল টিম ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, তুর্ঘটনার সংবাদ পাওযা মাত্র আমার টহল টিমের সদস্যরা পৌঁছে খোঁজ খবর নেন। দূর্ঘটনার গুরুতর দুইজন সিলেটে প্রেরণ করা হয়। অন্যান্যরা চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যান।
আরকেএস-০২/এএফ-০৬