নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২৪
০৫:২৩ অপরাহ্ন
আপডেট : মে ১৪, ২০২৪
০৪:৪৯ অপরাহ্ন
ফলাফলে উচ্ছ্বসিত সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি- শেখ নাসির
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে আরেকবার পেছালো সিলেট শিক্ষা বোর্ড। ২০২১ সালে পাশের হারে দেশের দ্বিতীয় সেরা হয় সিলেট। এরপর থেকে প্রতি বছরই কেবল আগের বছরের তুলনায় পেছাচ্ছে তারা। সে ধারাবাহিকতায় এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। যা গত বছরের তুলনায় কম। তবে এবার জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন।
রবিবার (১২ মে) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এ সময় বোর্ডের সচিব মো. কবির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার পাশ করেছেন ৭৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ২ দশমিক ৭১ শতাংশ কম। গত বছর পাস করেছিল ৭৬ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী। ২০২২ সালে যা ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। তবে এবার জিপিয়ে-৫ বেড়েছে ১৯টি। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। গত বছর জিপিয়ে-৫ পায় ৫ হাজার ৪৫২ জন। ২০২২ সালে জিপিএ-৫ এসেছিল ৭ হাজার ৫৬৫টি।
জানা গেছে, এবার মোট ১ লাখ ৯ হাজার ৭৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৮০ হাজার ৬ জন পাস করেছেন। এর মধ্যে ৩৩ হাজার ৪০৬ জন ছেলে ও ৪৬ হাজার ৬০০ জন মেয়ে পরীক্ষার্থী পাশ করেছে।
শেষ পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চার বছর পর প্রথমবার পাশের হারে মেয়েদের পেছনে ফেলল ছেলেরা। এবার ৭৪ দশমিক ৩৬ শতাংশ ছাত্ররা পাশ করেছে। সেখানে মেয়েদের পাশের হার ৭২ দশমিক ৬৫ শতাংশ। বিভাগ ভিত্তিক ফলাফলে দেখা গেছে ছেলেরা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে এগিয়ে থাকলেও মানবিক বিভাগে মেয়েদের পাসের হার বেশি। তবে জিপিয়ে-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। যেখানে ২ হাজার ৮৫৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে সেখানে ছেলেদের প্রাপ্তির সংখ্যা ২ হাজার ৬১৬টি।
চার জেলার ফলাফল এবার চমক দেখিয়েছে সুনামগঞ্জ জেলা। পাশের হারে বরাবর পেছনে থাকা জেলা এবার সবাইকে টপকে শীর্ষে চলে এসেছে। জেলায় পাশের হার ৭৪ দশমিক ৪১ শতাংশ। দ্বিতীয়তে চলে যাওয়া সিলেট জেলায় পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ। এরপর যথাক্রমে মৌলভীবাজার জেলায় ৭২ দশমিক ১৭ এবং হবিগঞ্জ জেলায় ৭২ দশমিক ৫ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তিতে যথারীতি অবস্থান অক্ষুন্ন রেখেছে সিলেট। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫৭৭ শিক্ষার্থী। দ্বিতীয় স্থানে থাকা মৌলভীবাজার জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। এরপর যথাক্রমে হবিগঞ্জের ৯৩৬ জন এবং সুনামগঞ্জের ৬৪৫ জন শিক্ষার্থী জিপিয়ে-৫ পেয়েছে।
জিসি-০১/ এএফ-০