নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু

সিলেট মিরর ডেস্ক


মে ১৩, ২০২৪
১০:০০ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২৪
১০:০০ অপরাহ্ন



নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু


নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু হয়েছে। ২০২৪ সালের ফল সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য এডমিশন ফেয়ার চলবে ১৫ মে ২০২৪ পর্যন্ত।

আজ সোমবার (১৩ মে) এডমিশন ফেয়ারের প্রথম দিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. হারুনুর রশীদ, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শামীম আল আজিজ লেনিন, আইন ও বিচার বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,কর্মকর্তা, ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী ও পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী এডমিশন ফেয়ারে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন, এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহযোগী অধ্যাপক মো. শামসুল কবির।

উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিভাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।

ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৪০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।


এএফ/০৪