জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবলার নিহত

জৈন্তাপুর প্রতিনিধি


মে ১৫, ২০২৪
১০:৩৫ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২৪
১০:৩৫ অপরাহ্ন



জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবলার নিহত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাঠে অনুশীলনের সময় বজ্রপাতে সবুজ মিয়া (২২) নামে এক ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ফুটবলার সবুজ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার সময় জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে টুর্নামেন্ট খেলতে আসে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের একটি ফুটবল দল। খেলার মাঠে জার্সি পরে অনুশীলনের সময় বজ্রপাতে গুরুতর আহত হন সবুজ। খেলা দেখতে আসা দর্শকরা দ্রুত সবুজ মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর ইউনিয়নে কেন্দ্রী গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) জানান, বজ্রপাতে খেলোয়াড় মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর পর আমার টহল টিম স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের সুরতহাল প্রস্তুত করেছ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত সবুজ মিয়ার লাশ পুলিশ হেফাজতে রয়েছে।



আরকেএস-০১/এএফ-০৩