‘অযৌক্তিক’, ‘নজিরবিহীন’ হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২৪
১১:০৭ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২৪
১১:২০ অপরাহ্ন



‘অযৌক্তিক’, ‘নজিরবিহীন’ হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ


সিলেট সিটি করপোরেশনের নতুন করে প্রণীত হোল্ডিং ট্যাক্সকে ‘অযৌক্তিক’ ও ‘নজীরবিহীন’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সিলেট নগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখা।

আজ বুধবার (১৫ মে) বিকাল পাঁচটার দিকে সিলেট নগরের ৫ নম্বর ওয়ার্ডের ইলেকট্রিক সাপ্লাই সড়কে এ কর্মসূচি পালিত হয়। সিসিক কর্তৃক আরোপিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে দলটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এটি পালিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও শ্রমিক ফ্রন্ট নেতা মনজুর আহমদের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্টের শহীদ মিয়া, ইউসুফ আলী, আকবর হোসেন, স্থানীয় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন, গাজী হারুনুর রশিদ, আব্দুল ওয়াদুদ সোহাগ, প্রমূখ।

মানববন্ধন ‍ও বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট সিটি করপোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স ঘোষণার পরপরই নাগরিকদের মধ্যে উদ্বেগ -উৎকণ্ঠা-হতাশা বাড়ছে। কারণ অতীতে হোল্ডিং ট্যাক্স  বৃদ্ধি পেলেও এবারের বৃদ্ধি নজিরবিহীন ‘

এমন সিদ্ধান্ত নাগরিক জীবনকে আরও দুর্বিসহ করে তুলবে মন্তব্য করে তারা বলেন, ‘নিত্যপণ্য-গ্যাস-বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। নতুন করে সিলেট সিটি করপোরেশন কর্তৃক অযৌক্তিক -নজিরবিহী হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলবে ‘ 

নেতৃবৃন্দ বলেন, ‘নাগরিকদের মতামত না নিয়ে যেভাবে ট্যাক্স ধার্য করা হয়েছে তা অগ্রহণযোগ্য -অগ্রণতান্রিক-গণবিরোধী। প্রকাশিত এসেসমেন্ট ত্রুটিপূর্ণ -অস্বচ্ছ।‘

নেতৃবৃন্দ জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে নাগরিক জীবনের ভোগান্তি সৃষ্টিকারী সিলেট সিটি করপোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবি জানান এবং অযৌক্তিক -নজিরবিহীন-গণবিরোধী হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।


এএফ/০৪