সিলেট মিরর ডেস্ক
মে ১৭, ২০২৪
১২:০১ পূর্বাহ্ন
আপডেট : মে ১৭, ২০২৪
০২:৩৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনের পর বিজয়ী চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পরাজিত প্রার্থী কর্তৃক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার পৌর শহরের চৌমূহনীতে গোলাপগঞ্জ সর্বস্তরের নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুবিন আহমদ জায়গীরদার।
সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন দিপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য জামিল আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, সদর ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুস ছামাদ জিলু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবুল লেইচ, নুরুল ইসলাম, ব্যবসায়ী সায়িদ আহমদ, আলাউদ্দিন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম রহমান ছানি।
সভায় বক্তারা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমের কর্মী ও সমর্থকদপর ওপর থেকে মামলস প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, ৮মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বর্তমান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম পুনরায় চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্ত নির্বাচনের পর পরাজিত প্রার্থীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
তারা মঞ্জুর কাদির শাফি এলিমের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ভূয়া তথ্য উল্লেখ করে মালমা দায়ের করে। বক্তারা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য তারা জের দাবি জানান।
এএফ/০৬